আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধার রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জ থানার রামপুর লহন্ডার আমতলায়। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃতার পরিজনেরা জানান মৃত বৃদ্ধার নাম মায়া মাহাতো, বয়েস ষাটোর্ধ, বাড়ি রায়গঞ্জের রামপুর লহন্ডা এলাকার আমতলায়। পরিবারের দাবী চলতি মাসের ২ তারিখ সকালে বাড়িতেই আগুন পোহাতে গিয়ে আচমকাই অগ্নিদগ্ধ হন বৃদ্ধা।