শীতলকুচি: শীতলকুচির ফুলবাড়ীর চৌপথি এলাকায় একই রাতে পরপর চারটি দোকান চুরির ঘটনায় চাঞ্চল্য
রবিবার ফুলবাড়ী চৌগাছি এলাকায় কুয়াশা ঢাকা রাতের সুযোগ নিয়ে চোরেরা একই রাতে দোকানের দরজার তালা ভেঙে পরপর চারটি দোকানে চুরি করে চম্পট দেয়। দোকানদাররা জানান, প্রতিদিনের মতো গত রাত প্রায় নয়টার দিকে দোকান বন্ধ করে তাঁরা বাড়ি ফিরে যান। রবিবার সকালে দোকান খুলতে এসে চোখে পড়ে দোকানের দরজা খোলা এবং ভাঙ্গা অবস্থায় পড়েছে তালা। দোকানের ভিতরে দোকানের মালপত্র এলোমেলো অবস্থা রয়েছে। জানা যায় যায় চারটি দোকান থেকে মোট ১২ থেকে ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।