খোয়াই: পরকীয়ার টানে গৃহবধূ বহির রাজ্যে স্ত্রীকে ফিরে পেতে স্বামী মহিলা থানায় দারস্ত, জানালেন ওসি
Khowai, Khowai | Dec 2, 2025 খোয়াই মহিলা থানার অন্তর্গত খোয়াই বনকর এলাকার সন্দীপন বর্মন গত ২৭ নভেম্বর তার স্ত্রী রিতা দাসকে কল্যানপুরস্থিত বাপের বাড়িতে বেড়াতে যাবার জন্য খোয়াই জ্বীপস্থান্ড থেকে একটি যাত্রীবাহি অটোতে তুলে দেয়।কিন্তু ঘন্টা কয়েক পেড়িয়ে গেলও রীতা দাস তার বাপের বাড়িতে পৌঁছায়নি। তারপর থেকে বহু বার ফোন যোগাযোগের চেষ্টা করলে কোন ভাবেই সম্ভব হয়ে উঠেনি। পরবর্তী সময়ে রীতা দাসের স্বামী সন্দীপন বর্মন গোটা বিষয়টি জানিয়ে খোয়াই মহিলা থানায় একটি নিখোঁজ মামলা করেন ।