বেলডাঙা ১: কার্পাসডাঙ্গা তালিমুল কোরান মাদ্রাসার উন্নতিকল্পে জালসায় উপচে পড়লো সাধারণ মানুষের ঢল
আজ রাতভর বেলডাঙায় ধর্মীয় জালসা অনুষ্ঠানে মাতলেন এলাকার সাধারণ মানুষ। বেলডাঙার এক নম্বর ব্লকের অন্তর্গত কার্পাসডাঙ্গা তালিমুল কোরান মাদ্রাসার উন্নতিকল্পে জালসায় হাজার হাজার সাধারণ মানুষের সমাগম, একাধিক ধর্ম গুরু ও বক্তাদের বক্তব্যে অনুষ্ঠিত হলো ধর্মীয় জালসা।