বিষ্ণুপুরের রাহা পাড়ায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু দুটি সারমেয়োর,বাস আটকে বিক্ষোভ স্থানীয়দের। সূত্রের খবর, চাকদা থানার বিষ্ণুপুর গাংনাপুর রাজ্য সড়কে সোমবার আনুমানিক 3 টে নাগাদ আইসমালি থেকে চাকদা গামী একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে থাকা 2টি সারোমেয়কে সজরে গিয়ে ধাক্কা মারে, ঘটনাস্থানেই মৃত্যু হয় তাদের। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছুটে এসে ওই রাস্তায় চলা সমস্ত বাসকে আটকে বিক্ষোভ দেখান।