খানাকুল ১: জেলা শাসকের নাম ভাঙিয়ে NGO'র নামে প্রতারণা ও নারী পাচার চক্র চালানোর অভিযোগে পুরশুড়ায় গ্রেপ্তার 5 মহিলা
NGO'র নামে প্রতারণা ও নারী পাচার চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার 5 মহিলা।জানা গেছে,মহিলারা আলোর দিশা NGO'র নাম করে পুরশুড়ার মসিনান এলাকার বাসিন্দা রাজকুমার দলুই সাথে তার স্ত্রীর সুসম্পর্ক গড়ে দেবেন বলে কয়েক হাজার টাকা নিয়েছিলেন।গতকাল রাজকুমার বাবুর স্ত্রী কে মুর্শিদাবাদ নিয়ে যাবেন বলে জোর করেন।রাজকুমার বাবু থানায় জানান।পুরশুড়া থানার পুলিশ গিয়ে মহিলাদের আটক করে জিজ্ঞাসা বাদ করলে অসংগতি লক্ষ্য করে।প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।