আজ ৩ জানুয়ারি শনিবার আনুমানিক দুপুরে দিকে। বীরভূম জেলার মুরারই আবগারি দপ্তর গ্রোপন সূত্রে খবর পেয়ে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত জাজিগ্রাম অঞ্চলের জাজিগ্রাম স্কুলপাড়া থেকে অবৈধ ২০ লিটার চোলাই মদ ও অবৈধ চোলাই মদ তৈরির উপকরণ প্রায় ১৪০ লিটার উদ্ধার করা হয়েছে।আবগারি দপ্তর আসার খবর পেয়ে কারবারি পালিয়ে যায়।আজ ৩ জানুয়ারি শনিবার আনুমানিক বিকেলের দিকে।মুরারই আবগারি দপ্তর সূত্রে জানা গেছে।