কুমারগঞ্জ: কুমারগঞ্জেও মহাসমারহে পালিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা।
সারা রাজ্যের মতো কুমারগঞ্জেও মহাসমারহে পালিত হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কুমারগঞ্জের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও বাজার সমিতিগুলোতে ভক্তরা সার্বজনীনভাবে লক্ষ্মী পুজোয় অংশ নেন। মণ্ডপে প্রদীপ, ফুল ও বৈঠকের সাজসজ্জায় পূজা আরাধনার ভিড় চোখে পড়ে। এছাড়াও ব্লকের প্রতিটি গৃহস্থ বাড়িতেও কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষজন শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে উঠেন।