পুরুলিয়ার রাস মেলাতে প্রচুর মানুষের ভিড়। প্রায় একমাস হতে চলল এখনো রাসমেলাতে প্রতিদিন রাস দেখতে দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে। এমন কি প্রতিবেশী রাজ্য থেকেও মানুষ রাস মেলাতে হাজির হচ্ছেন মেলা দেখতে।
পুরুলিয়া ২: পুরুলিয়ার রাস মেলাতে মানুষের ভিড় দূর দূরান্ত থেকে মানুষ এখনো মেলাতে আসছেন মেলা দেখতে - Purulia 2 News