কালনা ১: "মৃত্যুর মুখে BLO দের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন, এইরকম পেশার ব্রিটিশ আমলেও হয়নি" কালনায় এসে বললেন অরূপ বিশ্বাস
মৃত্যুর মুখে BLO দের ঠেলে দিচ্ছে ইলেকশন কমিশন, কাল সারাদিন বন্ধ ছিল SIR ডিজিটাইজেশন অ্যাপ। অমানবিক প্রেসার করা হচ্ছে, ব্রিটিশ আমলেও এমন পেশার দেয়া হতো না। পূর্ব বর্ধমানের পরে মুর্শিদাবাদের আজ BLO-র মৃত্যু পর কালনা কালনায় এসে মুখ খুললেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি বিজেপি সরকার এবং ইলেকশন কমিশন কেউ এক সুরে আক্রমণ করেন, তিনি বলেন বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে।