রায়গঞ্জ: অটো পেছনে গাড়ির ধাক্কা, উলটে গেল সিমেন্ট বোঝাই অটো, মৃত্যু হোলো অটো চালকের, চাঞ্চল্য রায়গঞ্জের সোহারই এলাকায়
অটো পেছনে গাড়ির ধাক্কা, উলটে গেল সিমেন্ট বোঝাই অটো, মৃত্যু হোলো অটো চালকের, চাঞ্চল্য রায়গঞ্জের সোহারই এলাকায়৷ শনিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো পুলিশ। মৃতের পরিজনেরা জানান মৃত অটো চালকের নাম পরিমল মাহাতো, বয়েস আনুমানিক ৩৩ বছর, বাড়ি রায়গঞ্জের ধুসমল এলাকায়। পরিবারের দাবী শুক্রবার দুপুরে অটো করে সিমেন্ট নিয়ে রায়গঞ্জ থেকে যাচ্ছিলেন তিনি। পথে সোহারই এলাকায় একটি গাড়ি পেছন থেকে ধাক্কা মারে।