মথুরাপুর দু নম্বর ব্লকের গিলের ছাট অঞ্চলের মহামায়া এলাকায় যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে 50 বছর পূর্তি বড়দিনের মেলা অনুষ্ঠানে উপস্থিত রায়দিঘী বিধানসভার বিধায়ক ডক্টর অলক জলদাতা। পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ শুক্রবার রাত ন'টা নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিককি বললেন।