কালনা থানার অন্তর্গত আনুখাল পঞ্চায়েতের সিঙ্গা এলাকায় সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধুর মৃত ওই গৃহবধুর নাম লক্ষ্মী টুডু (27). জানা গিয়েছে গতকাল রাতে রান্না করবেন বলে বাড়ির বাইরে থাকা কাঠ সংগ্রহ করতে গিয়ে তাকে হাতে সাপে কামড়ায়. তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে রাতেই কালনা হসপিটালে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।