আজ মকর সংক্রান্তি পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের ফতেপুর ড্যাম লাগোয়া মাঠে মকর সংক্রান্তির মেলা দেখতে দুই রাজ্যের মানুষের সমাগম। আনুমানিক ৪৮ বছর ধরে চলে আসছে এই একদিন ব্যাপী মেলা। আজ বুধবার সকাল দশটা থেকে শুরু হয়ে যায় এই মেলা। এই মেলা ঝাড়খন্ড সীমান্তবর্তী হওয়ার কারণে পাশের রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষের ঢল উপচে পড়ে। যেহে