খোয়াই: খোয়াই জেলা পরিষদের মাঠে টিবিএসই মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্কস পাওয়ায় দিব্যাঙ্গজন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান
Khowai, Khowai | Dec 3, 2025 খোয়াই জেলা পরিষদের মাঠে দিব্যাঙ্গজন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান। সংবর্ধনা প্রদান করেন খোয়াই জেলার জেলা শাসক রজত পান্ত, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই ব্লকের বিডিও অনিরুদ্ধ দাস, বিশিষ্ট সমাজসেবী অনিমেষ নাগ, সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুজিত দাস থেকে শুরু করে অন্যান্যরা।