ইন্দাস: ইন্দাস থানা এলাকায় বউ পালিয়েছে অন্য লোকের সঙ্গে, মানসিক অবসাদে গাছে যুবকের ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখে গ্রামবাসীরা
Indus, Bankura | Oct 10, 2025 বউ পালিয়ে গিয়ে অন্য ব্যক্তিকে বিয়ে করেছে। কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। আজ সকালে ইন্দাসের শাশপুর এলাকায় গাছে যুবকের ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম রাজকুমার বাগদি। ২৬ বছরের রাজকুমারের বাড়ি খন্ডঘোষ থানার বেরুগ্রামে। তবে তিনি শাশপুর এলাকার নারায়নপুর গ্রামে মামাবাড়িতে থাকতেন।