রেলের সম্পত্তি চুরির অভিযোগে চাকদা থেকে গ্রেফতার ব্যক্তিকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত কয়েকদিন আগে রানাঘাট কল্যাণী শাখায় চাকদা এলাকায় রেল লাইনের পাশে রাখা রেলের সামগ্রী চুরির ঘটনা ঘটে। আর সেই ঘটনার তদন্ত শুরু করে রানাঘাট আরপিএফ এক জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রানাঘাট আরপিএফ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।