গোয়াল ঘরের জানালা ভেঙে ছাগল চুরির ঘটনা ঘটলো মঙ্গলকোটের কেশবপুরে। রবিবার সকালে এই চুরির ঘটনা নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশবপুর গ্রামের বাসিন্দা রাসবিহারী মন্ডল ও মধুসূদন মন্ডলের গোয়াল ঘর থেকে ছাগল চুরি যায় বলেই অভিযোগ। রাসবিহারী মন্ডলের গোয়ালের দরজার তালা ভেঙে এবং মধুসূদন মন্ডলের গোয়ালের জানালা ভেঙে দুটি ছাগল চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আর গ্রামে বারবার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।