ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাঁড়ি তে সোমবার দুপুরে শ্রদ্ধার সঙ্গে মহান আদিবাসী নেতা বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে “উন্নয়নের পাঁচালী” প্রচার অভিযানের সূচনা করে তৃণমূল কংগ্রেস। এরপর কুচলাদাঁড়ি থেকে কুকড়াকুপি পর্যন্ত টোটো করে “উন্নয়নের পাঁচালী” প্রচার করা হয় এবং এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।