গতকাল রাতে মাথাভাঙা বৈরাগীর হাট উচা ধাম এলাকায় একটি বাড়িতে পাচার করার উদ্যেশে গরু জমা করেছিলেন সেই সময় পুলিশ গিয়ে 10 টি গরু উদ্ধার করে এবং গরু পাচারের অভিযোগে হাসিনা বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করে। সোমবার দুটো নাগাদ তাকে আদালতে তোলা হয় ।পুলিশ জানিয়েছেন ওই গরুগুলি বাংলাদেশে পাচার করার উদ্যেশে জড়ো করেছিলেন বলে জানা গেছে। গরু গুলিকে খোঁয়াড়ে রাখা হয়েছে।