পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম মদন সরেন, বয়স আনুমানিক ২৬ বছর। তাঁর বাড়ি চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মিরচাগছ এলাকায়। । ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মদন সরেন স্থানীয় একটি পুকুরে স্নান করতে যান। স্নান করার কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ জলে তলিয়ে যান। বিষয়টি লক্ষ্য করতেই স্থানীয় গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চোপড়া ব্