আমডাঙা: ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে গাড়ির গতি বৃদ্ধি করতে ও দুর্ঘটনা কমাতে উপনগর পাল ট্রাফিকের পরিদর্শন
ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে গাড়ির গতি বাড়াতে এবং পথ দুর্ঘটনা কমাতে বিটি রোড থেকে পাইপ রোডের দিকে যাওয়া বাইক এবং চারচাকা গাড়ির গতিপথ ব্যারাকপুর আদালত ভবনের উল্টোদিকে রাস্তা দিয়ে সবজি মহল আর্দালি বাজার ঘুরে, কৃষ্ণ মন্দির দিয়ে ঘুরে ব্যারাকপুর লালকুটি উড়ালপুলের দিকে যাবে, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই পথ দিয়ে যান চলাচল করানো হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, সোমবার রাতে সম্পূর্ণ এলাকা পরিদর্শন করা হলে ব্যারাকপুর পু