রানিতলা থানার অন্তর্গত শিবনগর হাটে শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টা নাগাদ অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের যোগদান শিবির। এদিন সিপিএমের শিবনগর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সাতজন সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলে যোগদান করেন — ১) সাহিন সেখ (প্রধান) ২) সাহানাজ বিবি (সদস্যা) ৩) মনিরুল ইসলাম (সদস্য) ৪) সিউলি বিষি (সদস্যা) ৫) তুহিলা বিবি (সদস্যা) ৬) আমিনুল ইসলাম (সদস্য) ৭) সহিদুল ইসলাম (উপ-প্রধান) সাহিন সেখ বলেন, “বিরোধী দলে থেকে মানুষের স