জামুরিয়া: জামুড়িয়ায় মালগাড়ির ধাক্কায় ট্রাক্টর ছিটকে শতাধিক মিটার, একজনের মৃত্যু, দুজন গুরুতর আহত
জামুড়িয়ায় মালগাড়ির ধাক্কায় ট্রাক্টর ছিটকে শতাধিক মিটার, একজনের মৃত্যু, দুজন গুরুতর আহত। জামুরিয়া থানা এলাকার নন্ডি ও দামোদরপুর এর মাঝেই নন্ডি শ্মশানের কাছেই এবার জামুরিয়া থেকে অন্ডাল অভিমুখে যাওয়া কয়লা বোঝায় মালগাড়ির সামনেই একটি ট্রাক্টর এসে পড়ায় সেই ট্রাক্টরটিকে কয়েকশো মিটার দূরে টেনে নিয়ে যায়। এই ঘটনায় ট্রাক্টরের মধ্যে থাকা তিন জনের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। সোমবার দুপুর দুটোর সময় জানা গেছে মৃত ওই ব্যক্তি বছর ৩৫ এর জামুড়িয়ার