দিনহাটা ১: দিনহাটা মহকুমা হাসপাতালের রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো দিনহাটা হেলপিং হ্যান্ডস
দিনহাটা মহকুমা হাসপাতালের রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো দিনহাটা হেলপিং হ্যান্ডস। শনিবার দুপুর ১২টা নাগাদ দিনহাটা হাসপাতাল চত্বরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে একটা অনুষ্ঠানে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, হাসপাতালে মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য সব সময় রক্তের দরকার হয়ে থাকে। এছাড়াও যে সকল থ্যালাসেমিয়া রোগী রয়েছেন তাদের জন্য নিয়মিত রক্তের দরকার হয়।