আবারও মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো এক নাবালকের। গতকাল ১৯ নম্বর জাতীয় সড়ক গোদা বাইপাস এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক নাবালক বাইক আরোহীর।মৃত নাবালকের নাম অনিক কীর্তনিয়া বয়স ১৫ বছর, বাড়ি কাঞ্চন নগর ভুতবাগানে, সে রথতলা হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্ৰ ছিল। গতকাল শুক্রবার বিকালে ওই নাবালক পরীক্ষা শেষ হওয়াতে বাবার বাইক নিয়ে বেড়াতে বেরিয়েছিল, সন্ধ্যে ছয়টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট গোদা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের সামনে দুর্ঘটনাটি ঘটে এবা