হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত দীর্ঘ প্রতীক্ষিত প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করল রাজ্য সরকারের প্রতিমন্ত্রী কাজগুলো হোসেন। অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফ্রিতে কেটে কেটে নারকেল ফাটিয়ে এই রাস্তার কাজের শিলান্যাস করা হয়।হরিশ্চন্দ্রপুর ষ্টেশন হইতে গোরদাহ পর্যন্ত ভায়া মিটনা, তালগুর, মালিওর-১ জি. পি. মালিওর -২ জি. পি., মশালদহ জি. পি. অন্তর্গত রাস্তা দৈর্য্য ৬.১ কি. মি অর্থ ব্যয় প্রায় ৩ কোটি ৬৬ লক্ষ ৮৩ হাজার টাকা কাজের শুভ শিলান্যাস হয়।