রতুয়া ২: ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রতুয়ায় বিজেপির সোশ্যাল মিডিয়ার সংগঠনের সভা
Ratua 2, Maldah | Nov 29, 2025 আগত ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির সোশ্যাল মিডিয়ার সংগঠনকে চাঙ্গা করে তুলতে একটি জরুরী সভা আয়োজিত হলো রতুয়ায়। যে সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সোশ্যাল মিডিয়া সংগঠনের বিজেপির সভাপতি অরিন্দম দেব সহ বিজেপির মন্ডল ও সাংগঠনিক জেলা নেতৃত্বরা। কিভাবে সোশ্যাল মিডিয়ার সংগঠনের সঠিক বার্তা সকল প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে এই সংগঠনের নেতাকর্মীরা কাজ করবে সেগুলি বোঝানো হয়। একটাই লক্ষ্য রাজ্যের ক্ষমতায় আসার তাকে কেন্দ্র করে যাবতীয়।