গত রবিবার তথা পঁচিশে ডিসেম্বর তারিখ সকাল ৮টার সময় থেকে তেহট্ট লোটাস ক্লাবের উদ্যোগে, তেহট্ট নিমতলা প্রাঙ্গনে, হয়েছে বাৎসরিক সাংস্কৃতিক উৎসব। বাৎসরিক সাংস্কৃতিক উৎসব গত ২৫শে ডিসেম্বর রবিবার সকাল ৮টার থেকে শুরু হয়েছে চলবে আগামী ৩১শে ডিসেম্বর বুধবার রাত্রি ১২টার সময় পযর্ন্ত।