বেসরকারি ইংরাজী ম্যাধ্যম স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা "ম্যাগনোলিম্পিক্স"২০২৫ অনুষ্ঠিত হল স্কুলমাঠে, ১৯নং জাতীয় সড়কের বর্ধমান ২ ব্লকের কাঁন্দোরসোনা এলাকায়। মার্চপাষ্ট, পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শপথের মধ্যদিয়ে প্রতিযোগিতার সূচনা হয়।আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ববর্ধমানের জেলাশাসক আয়েষা রানি এ। স্কুলের প্রতিষ্ঠাতা ও ডারেক্টর রাজেশ সুরাণা জানান, নার্শারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১১০০ জন ছাত্রছাত্রী ৭০টি ইভেন্টে অংশ গ্রহন করে। এছাড়া