ওয়াকাফ সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের জমি বাঁচানোর দাবিতে শুক্রবার, ৯ই জানুয়ারি দুপুর তিনটে নাগাদ এক অধিকার মিছিলের আয়োজন করল আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট)। লাউহাটি থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হয় রাজারহাট চৌমাথায়। মিছিল জুড়ে ছিল দলীয় কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ।