গত বুধবার বিকেল তিনটের সময় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দল বরণের মধ্য দিয়ে নাটনা অঞ্চল মতুয়া ধর্ম মহাসম্মেলন কমিটির উদ্যোগে, দেবনাথপুরে শুরু হয় নাটনা অঞ্চল মতুয়া ধর্ম মহাসম্মেলন। নাটনা অঞ্চল মতুয়া ধর্ম মহাসম্মেলন গত বুধবার বিকেল তিনটের সময় থেকে শুরু হয়েছে চলবে শুক্রবার রাত্রি ৯টার সময় পর্যন্ত।