খোয়াই: বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে খোয়াই ব্লক এলাকার দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় জানালেন জেলা শাসক
Khowai, Khowai | Dec 3, 2025 আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে খোয়াই জেলা অন্তরগত খোয়াই ব্লক এলাকার দিব্যাঙ্গ জনদের সামগ্রী বিতরণ করা হয়েছে। খোয়াই জেলা সমস্ত ব্লক এলাকার প্রায় নব্বই লক্ষ টাকার সামগ্রী বিতরণ করা হবে। জেলা শাসক রজত পন্থ জানিয়েছেন।