বর্ধমান ১: আলিশা বাস স্ট্যান্ডে ওনার এবং লেবার সুরক্ষা সমিতি সংগঠিত হলো বিধায়কের হাত ধরে
আলিশা বাস স্ট্যান্ডে ওনার এবং লেবার সুরক্ষা সমিতি সংগঠিত হলো বৃহস্পতিবার বেলা বারোটায়। এক অভিনব উদ্যোগ বাস মালিক ও বাস কর্মচারী এক সঙ্গে সংগঠনের পথ চলা শুরু করলো পূর্ব বর্ধমান জেলায়। কার্যত এহন উদ্যোগকে সাধুবাদ জানালেন বাস যাত্রীরা। মূলত কয়েক দশক ধরে বাস মালিক এবং কর্মচারীরা একত্রিত হতে পারছিলেন না, তাদের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। তাই আলিশা বাস অনার্স এন্ড লেবার সুরক্ষা সমিতির সভাপতি ফাল্গুনী ব্যানার্জীর উদ্যোগেই এই অভিনব প্রয়াস