গলসি ১: গলসির ভাসাপুর গ্রামে উদ্ধার হল একটি প্রাপ্ত বয়স্ক সজারু
গলসির ভাসাপুর গ্রামে উদ্ধার হল একটি প্রাপ্ত বয়স্ক সজারু। যার ওজন আনুমানিক দশ কেজি ও প্রানীটি লম্বায় ২৫ ইঞ্চি বলে জানা গেছে। গতকাল রাতেই বাগদি পাড়ার সন্নিকট গ্রামের গোরস্থানের কাছে প্রানীটিকে ঘুরতে দেখেন স্থানীয়রা। এরপর বৃহস্পতিবার সকালে গ্রামের চৌকপুলের কাছে একটি ঝোপের মধ্যে দখতে পান তারা। দেখার পরই গ্রামবাসীদের একঅংশ সজারুটিকে ধরার উদ্দ্যোগ নেয়। অবশেষে স্থানীয়রা বিভিন্ন কৌশল সজারুটিকে ধরে ফেলে।পাড়ার ক্লাবের ভিতরে রেখে খবর দেয় পুলিশে।