গায়ত্রী তিওয়ারি(৭২) উত্তর হাওড়া বিধানসভার ১/১ রোজ মেরি লেনের বাসিন্দা।দুটো হাঁটু বদল করা হয়েছে এই বৃদ্ধার।এবারও ভোট দেবার ইচ্ছা।এস আই আর ফর্ম ফিলাপ করেছেন সব তথ্য জমা দিয়ে।কিন্তু গতকাল খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় ঘটে গেছে তাজ্জব ঘটনা।অন লাইনে সার্চ করে দেখেন পরিবারের সবার নাম থাকলেও গায়ত্রী দেবীকে দেখানো হয়েছে মৃত বলে।তিনি জানান এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছেন তিনি।পরিবারের লোকেরা জানান অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক