খোয়াই: বারবিল হীরালাল রায়ের বাড়ি থেকে উদ্ধার গাঁজা জানালেন খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির ইনচার্জ
Khowai, Khowai | Dec 1, 2025 গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ বারবিল এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেছে। গাঞ্জা বিক্রেতাকে গ্রেফতার করে এবং গাঞ্জা সেবনকারী আরো দুই যুবকের গ্রেফতার করে বলে জানা।