বলাগরের মাজদিয়ার ফুটবল ময়দানে জনসভা করল তৃণমূল। সভার শেষে আজ বুধবার রাত আটটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন হুগলির বলাগর বিধানসভার একতারপুর গ্রাম পঞ্চায়েতের মাজদিয়ার ফুটবল ময়দানে বলাগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের আহবানে এই জনসভা হয়। মূলত এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্তের প্রতিবাদে এবং গ্রামের প্রান্তিক খেটে খাওয়া মানুষদের জন্য ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করবার দাবিতে,,