হরিণঘাটা ৮ নম্বর ফারমের ভগ্নদশা ও পরিতক্ত কোয়াটার জঙ্গলে ভরে গিয়েছিল। তাছাড়া পোকামাকড় সহ একাধিক সমষ্যার কারণে বেশ কয়েদিন ধরে স্থানীয় প্রশাসন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিদিন বেশ কয়েকদিন বুলড্রোজার দিয়ে পরিতক্ত কোয়াটার গুলো ভেঙে ফেলা হচ্ছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেল এমন ছবি। তবে স্থানীয় মানুষজনের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।