আরামবাগ: টোটো ও ই–রিকশার বৃহৎ রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হল ভাঁটার মোড়ে,উপস্থিত MP, SDO
টোটো ও ই–রিকশার বৃহৎ রেজিস্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হল আরামবাগের ভাঁটার মোড়ে।আঞ্চলিক পরিবহণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই শিবিরে বিভিন্ন ওয়ার্ড ও ব্লক এলাকার টোটো ও ই–রিকশা চালক ও মালিকরা ভির জমান তাঁদের যানবাহন নিয়ে।প্রয়োজনীয় নথিপত্র ও সরকার নির্ধারিত ফি জমা দিয়ে তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ,আরামবাগ মহকুমার মহকুমা শাসক রবি কুমার,আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ।