সুতি ২: মানিকপুরে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা পণ্যবাহী লরির, মৃত্যু লরির চালকের ও গুরুতর আহত সহকারী চালক
দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারলো পণ্যবাহী লরি। ঘটনার জেরে মৃত্যু লরির চালক, গুরুতর আহত সহকারী চালক। শুক্রবার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সুতি থানার মানিকপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ওই পণ্যবাহী লরিটি ১২ নম্বর জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় মানিকপুর এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের ও গুরুতর আহত হয় সহকারী চালক।