কোচবিহারের মহারাজা জগদ্বীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জে.ডি হাসপাতালকে পুনরুজ্জীবিত করে জে.ডি হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করা,কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের আওতায় এনে এই জেডি হাসপাতালে মেডিকেল হাব গড়ে তোলা,জেডি হাসপাতালের জমিতে তৈরি হওয়া পরিবহণ ভবন অন্যত্র স্থানান্তরিত সহ একাধিক দাবিকে সামনে রেখে রবিবার কোচবিহার ২নং ব্লকের মহিষবাথান এলাকায় অবস্থিত জে.ডি হাসপাতালের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলো সিপিআই(এম) খাগড়াবাড়ি এরিয়া কমিটি।