হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শংকরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রাম সভা 2025। মঙ্গলবার আনুমানিক বিকেল চারটে নাগাদ শংকরহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভায় উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় তিনি বার্ষিক গ্রাম সভায় উপস্থিত হয়ে আগামী দিনগুলিতে শংকরহাটি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ করণীয় আছে তা জনসাধারণের সামনে তুলে ধরলেন