ভাতার থানার অন্তর্গত নর্জা মাঝি পাড়া এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল আরোহী এক যুবকের। মৃত যুবকের নাম সৌভিক হাজরা (২৪) ভাতার থানার মহাচন্দা গ্রামে তার বাড়ি। জানা গেছে আজ শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে সৌভিক কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল মোটরসাইকেলে চড়ে এবং নজা মাঝিপাড়ায় বাসের ধাক্কায় সে ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। স্থানীয় মানুষের সহযোগিতায় ভাতার থানার পুলিশ তাকে উদ্ধার করে Bmchএ নিয়ে আসলে তার মৃত্যু হয়