গলসি ২: সোজা কথা পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশিত হল গলসি চৌমাথায় এক অনুষ্ঠান ভবনে
সোজা কথা পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশিত হল বুধবার দুপুর দুটোয়। এদিন গলসি চৌমাথার কাছে একটি অনুষ্ঠানভবনে প্রত্রিকা প্রকাশিত করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, গলসি মহাবিদ্যালয়ের প্রফেসর ডঃ অভিষেক কর্মকার, শিক্ষক তথা লেখক ও গবেষক সেখ ফিরোজ আলী কাঞ্চন, মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মল্লিক প্রাক্তন প্রধান শিক্ষক তথা ক্রিয়া অনুরাগী সেখ ফিরোজ আহম্মেদ। এদিন তাদের হাত দিয়ে উৎসব সংখ্যা উন্মোচন করা হয়।