তিনি জীবিত কিন্তু নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত খসড়া তালিকাতে দেখা যাচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর তাই এবার স্বয়ং প্রতিবেশীর এক ব্যক্তিকে নিয়ে হেঁটে কালনা পৌরসভায় ডেথ সার্টিফিকেট তুলতে চলে এলেন জীবিত ওই ব্যক্তি। নিজের নামের পাশে মৃত লেখা দেখেই এমন সিদ্ধান্ত তার। জানা গিয়েছে কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা। রীতিমতন সঠিক সময়ে তিনি এনামুরেশন ফিলাপ করেছেন।