শনিবার প্রাতঃভ্রমণ ছেড়ে চাই পে চর্চায় অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব না। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পশ্চিমবাংলায় কোন কিছু সিস্টেমে নেই ও কেউ সুরক্ষিত নেই। ইডি যেখানে হানা চালাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন তার সাথে সরকারি আধিকারিকরা চলে যাচ্ছেন এখন গোটা সরকার টাই চোরদের সরকার ও ডাকাতদের সরকার হয়ে গেছে।