বান্দোয়ান: সুপুড়ি অঞ্চলের বড়ডি গ্রামে নতুন রাস্তা কাজ শুরু হবে তা নিয়ে গ্রামবাসীদের সাথে আলোচনায় বিধায়ক
নতুন রাস্তা নির্মাণের জন্য গ্রামবাসীদের সাথে আলোচনায় বিধায়ক।শনিবার দশটা নাগাদ বান্দোয়ান ব্লকের সুপুড়ি অঞ্চলের বড়ডি গ্রামে নতুন রাস্তা কাজ শুরু হবে তা নিয়ে গ্রামবাসীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেন,জেলা পরিষদের পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেন সহ অন্যান্যরা।