মঙ্গলবার শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চলের অন্তর্গত পঞ্চানন মোড থেকে জিগাতুলীর ঘাট পর্যন্ত 1750 মিটার কংক্রিটের পথশ্রী রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানা যায় পঞ্চানন মোড় থেকে জিগাতুলির ঘাট পর্যন্ত 1750 মিটার কংক্রিটের রাস্তা এক কোটি এক লক্ষ টাকা ব্যয় নির্মাণ হবে আর সেই রাস্তার কাজের আজ ফিতা কাটা ও নারকেল ফাটার মধ্য দিয়ে কাজের শুভ উদ্বোধন হয়। এই কাজের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন সহ অন্যান্যরা।