ময়ূরেশ্বর ২: মদনেশ্বর সহ বিভিন্ন দেব-দেবীর নবান্ন উৎসব কোটাসুরে
মদনেশ্বর শিব সহ বিভিন্ন দেবদেবীর নবান্ন উৎসবের আয়োজন করা হলো আজ। রবিবার বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর গ্রামে গ্রামেরই আরাধ্য দেবতা মদনেশ্বর শিব সহ গ্রামের বিভিন্ন দেবদেবী, যেমন ভৈরব নাথ, ধর্মরাজ, মঙ্গলচন্ডী, দেবী ষষ্ঠী, দুর্গা সহ মদনেশ্বর শিবের দার রক্ষক দ্বারবাসিনী কালী সহ বিভিন্ন দেবদেবীর নবান্ন উৎসব করা হলো আজ সকালে। মূলত নতুন আতপ কে নৈবিত্ত করে সেখানে ফল ফুল দিয়ে সে সমস্ত নিবেদন করা হলো বিভিন্ন দেবদেবীকে ।